শফিকুল শাহিন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। থাকেন আফতাবনগরের ছোটখাটো একটি ভাড়া বাসায়। দীর্ঘ ২০ বছর চাকরি জীবনেও ঢাকায় নিজের স্থায়ী আবাসন করতে পারেননি তিনি। এই শহরে তার স্বপ্নের একটি আবাসস্থল তৈরির স্বপ্ন আর দেখতে চান না ৪৫-ঊর্ধŸ শাহিন। কারণ যে টাকা বেতন পান দুই ছেলে-মেয়ের পড়াশোনা ও সংসার চালাতে শেষ হয়ে যায়। আর মাসিক আয়ের বেশির ভাগই তুলে দিতে হয় বাড়িওয়ালার হাতে। তবে নতুন ড্যাপে নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী আবাসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে ভালো উদ্যোগ বলে উল্লেখ করেছেন নগর বিশেষজ্ঞরা।
শুধু শফিকুল শাহিন নয়, রাজধানীর চাকরিজীবী মানুষের চিত্রটা এমনই। রাজধানীর কত মানুষের নিজের বাসস্থান নেই- এর সঠিক সংখ্যা জানা না থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর সর্বোচ্চ ২০ শতাংশ মানুষ নিজের বাড়ি বা ফ্ল্যাটে বাস করেন। বাকি ৮০ শতাংশ মানুষের নিজের ঘর নেই অর্থাৎ ভাড়ায় থাকেন। সরকারি-বেসরকারিভাবে ফ্ল্যাট নির্মাণ হলেও ক্রয়ক্ষমতার বাইরে থাকছে নিম্ন ও মধ্যআয়ের মানুষের। রাজধানীর বাড়ি বা ফ্ল্যাটগুলোর বেশির ভাগেরই মালিক অবস্থাসম্পন্ন মানুষ। নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য এই সুবিধা কমই থাকছে।বিস্তারিত