স্পেনে নাইট ক্লাবে আগুন, নিহত অন্তত ৭

স্পেনে নাইট ক্লাবে আগুন, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের দক্ষিণাঞ্চলের মুরিকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (০১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ছয়টায় আটালায়াস এলাকার জনপ্রিয় টিয়েটার নাইট ক্লাবে এই আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটালায়াস এলাকায় অবস্থিত জনপ্রিয় টিয়েটার নাইট ক্লাবে আগুন লাগে। খবর পেয়ে উদ্ধারে যান উদ্ধারকারী কর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আগুনেরপর এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানের অভিযান চলছে বলে জানিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ।

 

মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা সামজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আটালায়াস নাইট ক্লাবের ভেতরে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।

তিনি বলেন, আমরা বিধ্বস্ত হয়েছি। উদ্ধারকারীরা এখনও নিখোঁজ হওয়ার খবর পাওয়া বেশ কয়েকজনকে খুঁজছেন।

জরুরি সেবা কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার দুই ঘণ্টা পর নাইট ক্লাবটিতে ঢুকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হয় আরও দুই মরদেহ। চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ