‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর জ্যাক স্প্যারো কিংবা ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’র উইলি ওয়াঙ্কা চরিত্র দুটি যে কোনো মুভি প্রেমীর মনে দাগ কাটতে বাধ্য। এর চরিত্রায়ণ করেছিলেন হলিউড কিংবদন্তি অভিনেতা জনি ডেপ। ৬০টি বসন্ত অতিক্রম করেও তিনি আজ অনবদ্য। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন বহুবার। নানা কারণে সমালোচিতও হয়েছেন। তাঁকে নিয়ে লিখেছেন- সাইফ ইমন
‘মোদি’র বায়োপিক নিয়ে পরিচালনায়
২৬ বছর পর পরিচালনার কাজে ফিরছেন জনি ডেপ। ‘মোদি’র বায়োপিক পরিচালনা করবেন তিনি। জীবনীচিত্র তৈরি করছেন জনি ডেপ নিজেই। তবে আপনি যার কথা ভাবছেন তিনি সেই মোদি নন। ইতালীয় শিল্পী আমেদিও মোদিল্লিয়ানির জীবননির্ভর ছবি পর্দায় ফুটিয়ে তুলবেন এই হলিউড তারকা। বন্ধুমহলে ‘মোদি’ নামে পরিচিত ছিলেন মোদিল্লিয়ানি, সে থেকেই এমন নাম ছবির। ইতোমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ অনেকদূর এগিয়েছে। জানা যাচ্ছে, আমেদিও মোদিল্লিয়ানির চরিত্রে থাকছেন রিকার্ডো স্ক্যামারসিয়ো। অন্যদিকে হলিউড লেজেন্ড আল পাচিনো এই ছবিতে থাকবেন শিল্প সংগ্রাহকের ভূমিকায়। আগামী বছরের শুরুতেই বুদাপেস্টে শুরু হবে ছবির শুটিং। জনি ডেপের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন কিংবদন্তি শিল্পী আল পাচিনো। ১৯৯৭ সালে ‘দ্য ব্রেভ’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন জনি ডেপ। তারপর প্রায় ২৬ বছর কেটেছে। এই দুই মহাতারকার রসায়ন দেখতে অপেক্ষা করে আছে বিশ্বজুড়ে অগণিত ভক্ত।বিস্তারিত