এমপি নির্বাচিত হওয়ার পর গত সাড়ে চার বছরে নিজ এলাকায় কেউ গেছেন একবার। কেউ গেছেন দু-চারবার। দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ রাজধানীতে এসেও খুঁজে পাননি জনপ্রতিনিধিকে। কেউ সরকারি কর্মসূচিতে অংশ নিতে বছরে একবার কিংবা দুবার গেছেন। জেলা সার্কিট হাউস বা উপজেলা ডাকবাংলোতে কর্মসূচি শেষ করেই ঢাকায় চলে এসেছেন- এমন এমপি-মন্ত্রীরা এবার নৌকা পাবেন না। আবার কারও ‘গডফাদার বনে যাওয়া, আওয়ামী লীগকে মাইনাস করে ‘এমপি লীগ’, ‘ভাই লীগ’ বা ‘ভাবি লীগ’, ‘আত্মীয় লীগ’ এবং সন্ত্রাসী বাহিনী’ গড়ে তোলা এমপিদের দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা দেবেন না আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের সাফ জানিয়ে দিয়েছেন। একাধিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার কাছে সার্ভে রিপোর্ট রয়েছে। রিপোর্ট অনুযায়ী যারা ভালো কাজ করেছেন, যারা জনগণের কাছে যান, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেন, ভোট চান, জনগণের সুযোগ-সুবিধা দেখেন এবং জনগণ যাদের চায় তাদের মনোনয়ন দেওয়া হবে। যারা জনবিচ্ছিন্ন, এলাকার লোকজনের সঙ্গে যাদের সুসম্পর্ক নেই, এলাকায় যান না- তাদের মনোনয়ন দেওয়া হবে না।’’বিস্তারিত