তলে তলে আপস হয়ে গেছে’—ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য এখন সারা দেশে আলোচনার বিষয়। নির্বাচন ও আন্দোলন ঘিরে দেশে গুমোট পরিস্থিতিতে এই বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশের পাশাপাশি আছে আপত্তির কথাও। কার সঙ্গে কিসের আপস করেছে আওয়ামী লীগ, তা খোলাসা করার দাবিও জানিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী বলয়। কাদেরের বক্তব্য নিয়ে বিরক্তি ও অস্বস্তি আছে ক্ষমতাসীন শিবিরেও।
তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঠিক আগের দিন গত মঙ্গলবার ওবায়দুল কাদের ওই বক্তব্য দেন। তিনি নিজ দলের নেতা-কর্মীদের অভয় দিয়ে বলেন, আর চিন্তার কিছু নেই। ভোটের প্রস্তুতি নিন। সময়মতো ভোট হবে।
তবে কাদেরের এই বক্তব্যকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মনে করছেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে এটা মনে হয় রাজনৈতিক স্টান্টবাজি। এটা হচ্ছে দলের নেতা-কর্মী, পুলিশ-প্রশাসনকে চাঙা রাখার কৌশল। আর কিছুই না।’ বিস্তারিত