নিজস্ব প্রতিবেদক
আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) পারমাণবিক জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান পাবনার ঈশ্বরদীর প্ল্যান্ট সাইটে অনুষ্ঠিত হবে। সরকরি সূত্রে জানানো হয়েছে, পারমাণবিক জ্বালানির সনদ ও মডেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যোগ দেবেন। এ ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসিও ভার্চুয়ালি যোগ দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, অতিথিরা চারটি পয়েন্ট থেকে অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতা দেবেন।
ইউরেনিয়াম হস্তান্তরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট ২০২৪ সালের সেপ্টেম্বরে ও দ্বিতীয় ইউনিটটি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চালুর সম্ভাবনা রয়েছে। প্রকল্পটিতে ৭ হাজার পেশাদারসহ ৩০ হাজার কর্মী কাজ করছেন। প্রকল্পটি প্রায় ৬০-৮০ বছর ধরে কাজ করবে। আরএনপিপির জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালানটি ২৮ সেপ্টেম্বর একটি বিশেষ ফ্লাইটে আসার পর সড়কপথে সেটা প্রকল্প সাইটে নেওয়া হয়। রাশিয়ান ঠিকাদার রোসাটম এটি নির্মাণ করে।
সূত্র জানায়, ১২শ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে গঠিত আরএনপিপি প্রতিদিন ২৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক উদ্যোগ নিশ্চিত করবে। পাশাপাশি ফ্ল্যাশের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমিয়ে দেবে।
এদিকে গতকাল সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, আরএনপিপি দেশের জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে। ২০২৫ সালের শুরুতে জনগণ রূপপুর থেকে বিদ্যুৎ পাবে। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগণ এই প্রকল্প থেকে উপকৃত হবে।
প্রকল্প পরিচালক শৌকত আকবর জানান, নিউক্লিয়ার জ্বালানি প্রকল্প এলাকায় আসার পরই এটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য হতে যাচ্ছে।