৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিএনপির টানা কর্মসূচি

৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিএনপির টানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান এক দফা দাবিতে স্বল্প সময়ের বিরতি দিয়ে আগামী ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। ৭ অক্টোবর শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে এই লাগাতার কর্মসূচির সমাপ্তি ঘটবে।

আজ বৃহস্পতিবার কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন।

এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল/সমাবেশ ও ১৪ অক্টোবর অনশন, এক দফার দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন এবং ১৬ অক্টোবর যুব কনভেনশন করবে।

বিএনপির সূত্রে এ খবর জানা গেছে, বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এসব কর্মসূচি পালন করবে।

রাজনীতি শীর্ষ সংবাদ