অবনতি বন্যা পরিস্থিতির কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেললাইন পানির নিচে – পাবনায় সড়ক ধসে যান চলাচল বন্ধ – রাঙামাটিতে লাল পতাকা উড়িয়ে সতর্কতা জারি

অবনতি বন্যা পরিস্থিতির কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেললাইন পানির নিচে – পাবনায় সড়ক ধসে যান চলাচল বন্ধ – রাঙামাটিতে লাল পতাকা উড়িয়ে সতর্কতা জারি

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লালমনিরহাটে তিস্তার চরে ভেসে এসেছে আরও দুই লাশ। তলিয়ে গেছে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটের রেললাইন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড়ে হাঁটু পরিমাণ পানি জমে থাকায় বিঘœ ঘটছে যান চলাচলে। স্মরণকালের ভয়াবহ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ময়মনসিংহ মহানগরী। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সাতক্ষীরার চার উপজেলার বিস্তীর্ণ জনপদ। ১০ বছরে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে। সিরাজগঞ্জে ভারী বর্ষণে বাড়ছে যমুনার পানি। বগুড়ায়ও নদনদীর পানি বাড়ছে। জেলার শেরপুরে পানিবন্দি হয়ে পড়েছে ২ হাজার পরিবার। পাবনার সাঁথিয়ায় ভারী বর্ষণে সড়ক ধসে গেছে। বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। রাঙামাটির সংযোগ বাঁধ ধসে বিলীন হওয়ার শঙ্কায় লাল পতাকা উড়িয়ে জারি করা হয়েছে সতর্কতা। লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামে পানি কমলেও ভাঙন-আতঙ্কে রয়েছেন তিস্তাপারের মানুষ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
লালমনিরহাট : সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় সদর উপজেলার খুনিয়াগাছের তিস্তা নদীর কালমাটি চরে লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে আরও এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার কয়েকটি পয়েন্টে ভাঙছে তিস্তা।বিস্তারিত

শীর্ষ সংবাদ সারাদেশ