টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ

বিশ্বকাপ আসরে নিজেদের উদবোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। ধর্মশালায় শনিবার ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

টস জিতে টাইগার দলপতি সাকিব আল হাসান বললেন, রান তাড়ার জন্য উইকেটটা ভালো। তাই তিনি প্রথমে বল বেছে নিয়েছেন।

দলে আছেন স্বীকৃত দুই ওপেনারই—লিটন ও তানজিদ। বাংলাদেশ নামছে তিন পেসার—তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে দুই স্পিনার—সাকিব ও মিরাজকে নিয়ে। সঙ্গে আছেন মাহমুদউল্লাহ। ফলে একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।

দলে আছেন দুই পেসার নভিন ও ফারুকি। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই। রশিদ, মুজিবের সঙ্গে স্পিনে অপশন নবি।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামের বাউন্ডারি ভারতের মধ্যে সবচেয়ে ছোট। স্কয়ার বাইন্ডারি ৬১ মিটার, অন্যদিকে ৬৮ মিটার। ডাওন দা গ্রাউন্ডে ৭৫ মিটার। উইকেটে কিছুটা বাউন্স থাকলেও ঘাস আছে যথেষ্ঠ। যে কারণে বড় স্কোরিং ম্যাচ আশা করাই যায়।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, নভিন-উল-হক, ফজলহক ফারুকি।

খেলাধূলা শীর্ষ সংবাদ