নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে রাজপথেই সমাধান খুঁজছে বিএনপি। লক্ষ্য অর্জনে এবার আজ থেকে টানা ১২ দিন রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দলটির নীতিনির্ধারকরা বলছেন, এবার কোনো হামলা-মামলা ও বাধাবিঘ্নে আর পিছু হটার সুযোগ নেই। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ১৮ অক্টোবর রাজধানীতে জনসমাবেশ করা হবে। এই সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের গতি বাড়তেই থাকবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করছেন। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, সরকার আন্দোলন প্রতিহত করার যেমন অভিজ্ঞতা অর্জন করেছে, তেমনি আমরাও হামলা-মামলা ও বাধাবিঘ্ন মোকাবিলা করার অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে দেশের পাশাপাশি সারা বিশ্বের মানুষের সমর্থন রয়েছে। এবার সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে যত ধরনের কর্মসূচি প্রয়োজন, তারা তা দেবেন। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, আজ শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে এই লাগাতার কর্মসূচির সমাপ্তি ঘটবে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ, ১৪ অক্টোবর অনশন, এক দফার দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন এবং ১৬ অক্টোবর যুব কনভেনশন করবে। বিস্তারিত