বিশ্বজুড়ে আমেরিকার সামরিক ঘাঁটি

বিশ্বজুড়ে আমেরিকার সামরিক ঘাঁটি

বিশ্বের অধিকাংশ দেশেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। বিশ্বের অন্যতম এই পরাশক্তি ৮০টি দেশে তাদের ৭৫০টি মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। সামরিক ঘাঁটি ছাড়াও মোট ১৫৯টি দেশে তাদের ১৭ লাখ ৩০ হাজারের বেশি সৈন্য মোতায়েন রয়েছে। যদিও এর প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে ধারণা সমর বিশেষজ্ঞদের। পৃথিবীর সাত মহাদেশেই রয়েছে একাধিক মার্কিন ঘাঁটি। তালিকা থেকে বাদ যায়নি বরফের মহাদেশ অ্যান্টার্টিকাও। সেখানেও তিন তিনটি মিলিটারি গবেষণা কেন্দ্র বসিয়ে রেখেছে এই সাম্রাজ্যবাদী পরাশক্তি। দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন অঞ্চলের কোন দেশগুলোতে বেশি তৎপর পরাশক্তি আমেরিকা…

 

কোন দেশে কত সামরিক ঘাঁটি

মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কমপক্ষে ৮০টি দেশে প্রায় ৭৫০টি সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ করে। যে কোনো অজুহাতে যে কোনো দেশে প্রত্যক্ষ বা পরোক্ষ মার্কিন হস্তক্ষেপের পেছনে এ ঘাঁটিগুলোর ব্যাপক ভূমিকা রয়েছে। বিদ্রোহ বা অভ্যুত্থানের মাধ্যমে বিভিন্ন দেশে অনুগত শাসক শ্রেণি তৈরি অথবা কোনো দেশকে সর্বদা কূটনৈতিক চাপে রাখার ক্ষেত্রেও এসব সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের প্রধান অস্ত্র। বিশ্বের সাতটি মহাদেশে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তালিকা থেকে বাদ যায়নি বরফরাজ্য অ্যান্টার্টিকা মহাদেশেও।বিস্তারিত

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ