যেভাবে বদলাবে চট্টগ্রাম

যেভাবে বদলাবে চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, এসপিএম ও পিসিটির মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন। তাই একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করছেন।’ চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক বলেন, ‘আগামী এক-দেড় মাসের মধ্যে বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন হবে।’ চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ‘মেগা এ উন্নয়নের চিত্র তুলে ধরেই আমরা দলের জন্য ভোট চাইব।’

জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর মধ্য দিয়ে টানেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। চলতি অক্টোবরের ২৮ তারিখে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল চালু হলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক ১৬৬ শতাংশ।বিস্তারিত

শীর্ষ সংবাদ সারাদেশ