আগামীকাল ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই চলচ্চিত্রটি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসছে। বঙ্গবন্ধুবেশে পর্দায় সবার সামনে হাজির হচ্ছেন। কেমন লাগছে?
ভালোও লাগছে আবার আশা এবং ভয় মিশ্রিত একটা ভাবনা মনে দোলা দিচ্ছে। প্রত্যেকবারই এরকমই লাগে ছবি রিলিজের আগে। মনে হয় পরীক্ষার রেজাল্ট বের হবে। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখন পর্যন্ত করা কাজগুলোর সবকটিই কাল্পনিক চরিত্র কিন্তু বায়োপিক এমন একটা জিনিস যে, এটা যে কোনো শিল্পীর জন্য করা অনেক প্রেশারের, অনেক টেনশনের। তারপরও চেষ্টা করেছি। সবটুকু নিংড়ে দিয়েছি। এখন রিলিজের অপেক্ষায়।
বঙ্গবন্ধু প্রত্যেকের কাছে আবেগের নাম। সেই চরিত্রে শুভকে দর্শক সত্যিকারের বঙ্গবন্ধু ভেবেই দেখবে। দর্শকের প্রত্যাশা কি পূরণ হবে?
আমার পরিচালক আমার কাজে খুশি। বঙ্গবন্ধুর পরিবারের যাঁরা দেখেছেন তাঁদেরও ভালো লেগেছে। দর্শকের তো মিশ্র রি-অ্যাকশন থাকবেই সবসময়। আমার কাছে যেটা মনে হয় যে, এটার টেকনিক্যালিটি বা কিছু ভুল না ধরে ওই সময়টার গল্প, ঘটনা, ইতিহাসটা কি ছিল সেটা ভাবাটাই মূল বিষয়। এসব দেখার জন্যই মানুষের হলে যাওয়া উচিত বলে মনে করি।বিস্তারিত