‘শাপলা চত্বরের মতো করুণ পরিণতি হবে বিএনপির’

‘শাপলা চত্বরের মতো করুণ পরিণতি হবে বিএনপির’

 

নিজস্ব প্রতিবেদক

 

আগামী ১৮ তারিখ নাশকতার ছক কষতে বিএনপি সারা দেশ থেকে কর্মীদের ঢাকায় জড়ো করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাম-পরিচয় গোপন করে ঢাকায় ঢুকলেও অবরোধ করতে আসলে শাপলা চত্বরের মতো বিএনপির করুণ পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যুবলীগের সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে বিএনপি।

রাজপথ দখলে রাখতে রাজধানীতে যুবলীগের সমাবেশে সোমবার দুপুর থেকেই মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরাও প্রস্তুত। আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। বিএনপিকে অবরোধ করা হবে।’

তিনি আরও বলেন, মির্জা ফখরুল হাওয়া থেকে পাওয়া আজগুবি খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি নাকি পশ্চিমা বিশ্বের সমর্থন আছে। তাদের নাকি সাহস যোগাচ্ছে। অথচ সত্য-মিথ্যা আমরা কেউ জানি না। পশ্চিমারা বলেছে, নির্বাচনে তারা কোনো দলকে সমর্থন করে না। মির্জা ফখরুল আর কতো মিথ্যা বলবেন। গতবার টাকার বস্তা নিয়ে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন সফল হয়নি। আন্দোলন গোলাপবাগ মাঠের গর্তে চলে গেছে।

কাদের বলেন, এখন চলে কোয়ার্টার ফাইনাল খেলা। আগামী মাসে সেমি ফাইনাল আর জানুয়ারি মাসে হবে ফাইনাল খেলা। খেলা হবে ভোট চোরদের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাট ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে।

 

যুব নেতারা ঘোষণা দেন নির্বাচন পর্যন্ত রাজপথ হবে আওয়ামী লীগের। রাজপথে থেকেই বিএনপি জামায়াতকে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যখন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভোটারদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে তাদের উৎখাত করেছিলো- তখন কী এই মানবিক মূল্যবোধের ধারক ও বাহকরা প্রশ্ন তুলেছিলো?

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে।

নেতারা বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারেক রহমানের পরিকল্পনায় খালেদা জিয়াকে বিষক্রিয়ায় হত্যা করে সরকারের ঘাড়ে দোষ চাপাতে ছক কষছে বিএনপি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, হয়তো- তারা পরিকল্পনার ছক আঁকছে যে, খালেদা জিয়াকে হত্যা করে দেশে একটি অরাজকতার পরিবেশ তৈরি করবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, মির্জা ফখরুলরা আওয়ামী লীগের কিছু করতে পারবে না।

 

১৮ তারিখ থেকে ঢাকা দখল করতে নামে-বেনামে বিএনপি কর্মীদের জড়ো করছে। তবে, ডিসেম্বরে যেমন সরকার পতনের ঘোষণা দিয়েও ব্যর্থ হয়েছে এবারও তারা সফল হবে না।

এসময় ১৮ তারিখ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেদিন বিএনপি অরাজকতা করলে ছেড়ে না দেয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে ওই কর্মসূচি পালিত হবে।

রাজনীতি শীর্ষ সংবাদ