আওয়ামী লীগ ভোটে বিএনপি মাঠে স্মরণকালের বড় সমাবেশ প্রস্তুতি নয়াপল্টনে অনুমতি চেয়ে চিঠি

আওয়ামী লীগ ভোটে বিএনপি মাঠে স্মরণকালের বড় সমাবেশ প্রস্তুতি নয়াপল্টনে অনুমতি চেয়ে চিঠি

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বসছে আজ। এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সন্ধ্যা ৬টায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে সংসদীয় দলের শেষ সভা। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশের শেষ সংসদীয় সভায় দ্বাদশ ভোটযুদ্ধে জিততে ঐক্যের বার্তা দেবেন দলীয় প্রধান। বিগত দিনে যেসব নেতার সঙ্গে দূরত্ব রয়েছে সেগুলো অতি অল্প সময়ের মধ্যে ঘোচানোর নির্দেশনা দেবেন তিনি। এ ছাড়া বিএনপি-জামায়াত যেন কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে সেজন্য নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সজাগ ও সতর্ক থাকার কথাও বলবেন তিনি। সংসদীয় দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়। সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ