আ’লীগের সংসদীয় দলের সভা সন্ধ্যায়

আ’লীগের সংসদীয় দলের সভা সন্ধ্যায়

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ রোববার অনুষ্ঠিত হবে। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা।

 

আজ রোববার সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলের এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান।

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বিকেল চারটায় শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন।

আগামী বছরের জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নভেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তাই এটিই হতে পারে চলতি সংসদের শেষ অধিবেশন।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশন কয়দিন চলবে তা অধিবেশন শুরুর আগে আজ সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ