ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার চিকিৎসকেরা। তাঁরা বলছেন, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী যেসব অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে, সেগুলো ‘শতভাগ প্রাণঘাতী’।
গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের এক চিকিৎসক বলেন, তাঁদের হাসপাতালে আসা আহত ও গুরুতর রোগীদের মধ্যে নানা জটিলতা দেখা দিচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, মৃত্যুর হার শতভাগে পৌঁছে গেছে। অর্থাৎ হামলার শিকার ব্যক্তিদের প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন।
এই চিকিৎসক আরও বললেন, ইসরায়েলি বাহিনী যেসব অস্ত্র ব্যবহার করছে, সেসব অপ্রচলিত। এমনটা মনে করার কারণ হিসেবে তিনি বলেন, হামলার শিকার ব্যক্তিরা যেভাবে জখম হয়েছেন, এমন জখম তাঁরা আগে কখনো দেখেননি। আর দগ্ধদের ক্ষেত্রে একেবারে পুরো শরীর পুড়ে গেছে।বিস্তারিত