বৃষ্টিপাত থামতেই ফের বিষাক্ত বায়ুর কবলে ঢাকাবাসী। অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিয়ে শুরু হচ্ছে প্রতিটি সকাল। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রতিনিয়ত দূষণের মাত্রা বাড়ছে। ৯ অক্টোবর থেকে টানা অস্বাস্থ্যকর রয়েছে ঢাকার বাতাস। মধ্য অক্টোবরেই দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে এ শহরের নাম। প্রতি বছর শীতকালে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে ঢাকাবাসী। এ বছর অক্টোবরেই দূষণে বিশ্বের সব শহরকে ছাড়িয়ে গেছে জনবহুল এ নগরী। বায়ুদূষণ বাড়তে শুরু করায় ঘরে ঘরে দেখা দিয়েছে ঠান্ডা-কাশি। হাতপাতালেও বাড়ছে ভিড়। বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ, শিশুরা। রাজধানীর ৪৩ নম্বর ওয়ার্ডের ডুমনি এলাকার বাসিন্দা রুকাইয়া ইসলাম বলেন, এক মাস ধরে তার দুই বাচ্চার জ্বর-ঠান্ডা-কাশি ছাড়ছেই না। ওষুধ খাওয়ালে কিছুটা ভালো হচ্ছে, আবার আক্রান্ত হচ্ছে। খুশখুশে কাশি লেগেই থাকছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত বিভিন্ন শহরের দূষণমাত্রা পরিমাপ করে। প্রতিষ্ঠানটির বায়ুমান সূচকে স্কোর ৫০-এর নিচে থাকলে নির্মল বায়ু হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনশীল, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ ধরা হয়। ৯ অক্টোবর থেকে স্কোর কখনো ১৫১-এর নিচে নামেনি।বিস্তারিত