২৮ অক্টোবর ঘিরে উত্তাপ

২৮ অক্টোবর ঘিরে উত্তাপ

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির পালটাপালটি মহাসমাবেশ ঘিরে ফের উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিনে একই কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দলও। ফাঁকা মাঠে বিএনপি নৈরাজ্য চালাতে পারে-এমন আশঙ্কায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আন্দোলনের নামে রাজধানীতে কোনো অশান্তি সৃষ্টি করলে এর কড়া জবাব দিতে পাড়া-মহল্লার মোড়ে পাহারার পাশাপাশি গুলিস্তান এলাকায় মহাসমাবেশের পরিকল্পনা নিয়েছে দলটি। একই দিন প্রায় দুই কিলোমিটার দূরত্বে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত মহাসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপিও।

ওইদিন ঢাকা শহরকে মিছিলের নগরীতে পরিণত করতে চায় দলটি। শান্তিপূর্ণ ওই মহাসমাবেশ থেকে সরকার পতনের একদফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

বড় দুদলের পালটাপালটি কর্মসূচি নিয়ে ফের রাজধানীবাসীর মনে তৈরি হয়েছে নানা শঙ্কা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।

মাঠ নিয়ন্ত্রণে একাধিক কর্মসূচি আ.লীগের
অবস্থানের পাশাপাশি মহাসমাবেশের মাধ্যমে বড় শোডাউনের প্রস্তুতি * অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে দিতে চায় না ক্ষমতাসীনরা

বিএনপির ‘মহাযাত্রা’ কর্মসূচি ঘিরে রাজপথে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ। গত ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরও একাধিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে তারা। এদিন প্রতিটি থানা-ওয়ার্ডে সতর্ক অবস্থায় থাকবেন ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর বাইরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে সতর্ক পাহারা। প্রতিটি পাড়া-মহল্লার মোড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে শামিয়ানা টাঙিয়ে সকাল থেকে অবস্থান নেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ