ভোট গ্রহণে প্রস্তুত হচ্ছেন ১০ লাখ কর্মকর্তা ► নভেম্বরের শুরুতে ভোটের তারিখ নিয়ে বৈঠকে বসবে কমিশন ► যে কোনো দিন শুরু নির্বাচনি মালামাল বিতরণ

ভোট গ্রহণে প্রস্তুত হচ্ছেন ১০ লাখ কর্মকর্তা ► নভেম্বরের শুরুতে ভোটের তারিখ নিয়ে বৈঠকে বসবে কমিশন ► যে কোনো দিন শুরু নির্বাচনি মালামাল বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে।  ভোট গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে ১০ লাখ কর্মকর্তা। আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নভেম্বরের মাঝামাঝির মধ্যেই হবে তফসিল ঘোষণা। এ জন্য আগামী ৩০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ১ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। এরপর ৫ নভেম্বর দুই উপনির্বাচন শেষ করেই সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

এদিকে অক্টোবরজুড়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ চলছে। মাসব্যাপী ৪১টি ব্যাচের মাধ্যমে ৪৯২ জন ইউএনও এবং ৫২২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি। এ প্রশিক্ষণে নির্বাচনি আইন কানুনের পাশাপাশি অনলাইন মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী অ্যাপের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া সংসদ নির্বাচন সামনে রেখে ৭ অক্টোবর নির্বাচন কমিশনের আঞ্চলিক ও জেলা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠক করে ইসি। ডিসি-এসপিদের প্রথম ধাপের প্রশিক্ষণ হয়েছে ১৪-১৫ অক্টোবর। এ ছাড়া চলছে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ৩ হাজার ২০০ প্রশিক্ষক তৈরির কাজও।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ