বিএনপি নেতারা কালের কণ্ঠকে বলেন, ঢাকায় মহাসমাবেশ ঘিরে তাঁদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। যখনই মহাসমাবেশ ডাকা হয়েছে, তখনই ঢাকায় আসতে নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে। গত বছর বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ ঠেকাতে বাস ধর্মঘটও ডাকা হয়েছিল। তাই এবারের মহাসমাবেশ সফল করতে একটি নির্দেশিকা তৈরি করে তা জেলা নেতাদের জানিয়ে দেওয়া হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আশা করি, গণতান্ত্রিক কর্মসূচি পালনে সরকার বাধা দেবে না। এর পরও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অতীত অভিজ্ঞতা থেকে আমরা নেতাকর্মীদের সতর্ক ও সাবধানতা অবলম্বন করে নিরাপদ সময়ে ঢাকায় আসতে বলছি।’
তবে বিএনপির নীতিনির্ধারকদের মূল্যায়ন হচ্ছে, এবারের মহাসমাবেশটি ভিন্ন। কারণ দেশি-বিদেশি সব মহল এর দিকে দৃষ্টি রাখছে।বিস্তারিত