২৮ অক্টোবরের মহাসমাবেশ এবং পরবর্তী আন্দোলন-কর্মসূচি নিয়ে এখন থেকেই সতর্কতার সঙ্গে এগোতে চাইছে বিএনপি। কারণ, আন্দোলনের এ পর্যায়ে এসে আর কোনো ভুল করতে চায় না দলটি। বিএনপির অভ্যন্তরীণ বৈঠক এবং মিত্র দলগুলোর সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকে এমন মত এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শান্তিপূর্ণ পথেই আন্দোলনকে পরিণতির দিকে নিয়ে যেতে চায় সরকারবিরোধীরা।
তবে আগামী দিনের কর্মসূচিতে সতর্কতার পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের ওপরও দৃষ্টি রাখছেন বিএনপির নীতিনির্ধারকেরা। কারণ, তাঁদের কাছে তথ্য আছে, নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে একাধিক শরিক দলকে ‘লোভনীয় টোপ’ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকারের দিক থেকে এ ধরনের তৎপরতার আঁচ পেয়ে শরিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। পাশাপাশি সামনের আন্দোলন-কর্মসূচির বিষয়ে তাদের কাছ থেকে প্রস্তাব ও পরামর্শও চাওয়া হচ্ছে।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচন সামনে রেখে সরকারি মহল থেকে যে নির্বাচনী ‘টোপ’ দিতে পারে, সম্প্রতি জোটনেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে তার ইঙ্গিত দেওয়া হয়। দুই সপ্তাহ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশানের কার্যালয়ে ভার্চ্যুয়াল বৈঠক হয় ‘১২-দলীয়’ জোটের নেতাদের। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন এই জোটের বৈঠকে আলোচনার একপর্যায়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি কী, সেটি কৌশলে আলোচনায় আনেন তারেক রহমান।বিস্তারিত