কাল ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় একই সময় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। আর সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সরকার ও বিরোধী উভয় দলই নিজেদের ঘোষিত স্থানে সমাবেশের জন্য আগাম অনুমতি চেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাছে। কিন্তু গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএমপির কাছ থেকে অনুমতি মেলেনি। পুলিশের অনুমতি না মিললেও দুই দলই ঘোষিত স্থানে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে। এদিকে বিএনপির সাবেক জোট মিত্র জামায়াতে ইসলামীও কাল রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট বিলুপ্তির পর এবারই প্রথম বিএনপির সঙ্গে মিল রেখে একই দিনে একই সময়ে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এদিকে বিএনপির সমমনা দলগুলোও কাল রাজধানীর বিভিন্ন স্থানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার বায়তুল মোকাররমে শান্তি সমাবেশের পাশাপাশি পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। সমাবেশ নিয়ে সরকার ও বিরোধী দুই পক্ষের অনড় অবস্থানে রাজনীতিতে বিরাজ করছে টানটান উত্তেজনা।বিস্তারিত