রাজনৈতিক পরিস্থিতি এটা ঝড়ের আগে থমকে যাওয়া নাকি সমঝোতার আভাস

রাজনৈতিক পরিস্থিতি এটা ঝড়ের আগে থমকে যাওয়া নাকি সমঝোতার আভাস

দলীয় সরকারের অধীন নির্বাচন বর্জনের বিষয়ে কঠোর অবস্থানে বিএনপি। দলটির আন্দোলন প্রতিরোধ করতে সর্বাত্মকভাবে প্রস্তুত ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে নানামুখী প্রস্তুতি নিচ্ছে সরকার। এমতাবস্থায় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগ আর উৎকণ্ঠা ততই বাড়ছে। এরই মধ্যে আগামীকাল ২৮ অক্টোবর ঘিরে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

অবশ্য সর্বশেষ যে পরিস্থিতি, তাতে প্রধান দুই দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো ২৮ অক্টোবর বড় কোনো অঘটনের আশঙ্কা দেখছে না। কারণ, দুই দলের কেউই সংঘাতের সূত্রপাতকারী হিসেবে চিহ্নিত হতে চায় না।

এটাকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রভাব হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। যদিও এই কর্মসূচি সামনে রেখে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা অব্যাহত রয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তৃতা দিয়ে আসছেন।

আরও পড়ুন

২৮ অক্টোবর শক্তির মহড়ায় নামছে আওয়ামী লীগ ও বিএনপি

বিএনপির নেতারা বলছেন, তাঁরা অহিংস আন্দোলনের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে চান। নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে গত বছরের মাঝামাঝি মাঠে নামার পর এ পর্যন্ত সেভাবেই তাঁরা এগোচ্ছেন। ২৮ অক্টোবরও তাঁরা অহিংস থাকবেন। তবে সরকার বা ক্ষমতাসীন দলের দিক থেকে আঘাত এলে সংঘাত সৃষ্টি হতে পারে, সেটার দায় তাঁরা নেবেন না।

অপরদিকে আওয়ামী লীগের আশঙ্কা, বিএনপি বিপুল লোকজন জমায়েত করে সরকার পতনের দাবিতে রাজপথে বসে পড়তে পারে। এই আশঙ্কা থেকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়ে দুই দিন আগে থেকেই তাঁরা তৎপর হয়েছেন। বিএনপির জমায়েত যাতে বড় না হয়, সে জন্য গ্রেপ্তার, তল্লাশি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন তৎপরতা চলছে।

এমতাবস্থায় ২৮ অক্টোবর ঘিরে সারা দেশে উদ্বেগ ও উৎকণ্ঠা যেমন তৈরি হয়েছে; একই সঙ্গে এরপর কী হবে, কী হতে যাচ্ছে; সেটাও সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, ২৮ অক্টোবর তাঁরা বসে পড়বেন না। তবে দলীয় সূত্রগুলো বলছে, বিএনপি এক-দুই দিন বিরতি দিয়ে নতুন কর্মসূচি দিতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে সচিবালয় অভিমুখে পদযাত্রা বা ঘেরাওয়ের মতো কর্মসূচি নিয়েও দলটিতে আলোচনা আছে। তবে মহাসমাবেশ ঘিরে সংঘাত বা বড় হামলা হলে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ