লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় জাহাঙ্গীর আলম (৪৪) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৪) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং লালমনিরহাট সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাড়ি গোকুন্ডা ইউনিয়নের বেড়াপাঙ্গা গ্রামে।
জানা যায়, রোববার সকালে হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে মহেন্দ্রনগর খান মার্কেট এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা জাহাঙ্গীর ও রাজুকে কুপিয়ে পালিয়ে যান।
তাদের মাথা, হাতে, পায়ে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত দুজনকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, কোনো কারণ ছাড়াই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
লালমনিরহাটে সদর থানার ওসি ওমর ফারুক বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।