২৮ অক্টোবর রাজধানীতে এক দফা দাবিতে মহাসমাবেশ কেন্দ্র করে সংঘর্ষের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। রবিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর থেকেই সিনিয়র নেতারা গ্রেফতার এড়াতে কৌশলী অবস্থানে আছেন। এ অবস্থায় আগামীতে আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেবেন কারা? কোথা থেকেই বা আসবে দিকনির্দেশনা? শেষ পর্যন্ত কি পিছু হটবে বিএনপি- এমন নানা প্রশ্ন রাজনৈতিক মহলে। তবে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে গ্রেফতার এড়াতে কৌশলগত কারণে দলের সিনিয়র নেতারা আত্মগোপনে রয়েছেন। সিনিয়ররা আত্মগোপনে থেকেই চলমান আন্দোলন অব্যাহত রাখতে চান। তাদের দাবি-আন্দোলন চলমান রাখার জন্য কয়েক স্তরের নেতৃত্ব প্রস্তুত রাখা হয়েছে। ৭২ ঘণ্টার কর্মসূচি শেষ হওয়ার পর ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বন্দি। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরি করে রাখা হয়েছে।বিস্তারিত