প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বহু প্রতীক্ষিত আগরতলা-আখাউড়া, খুলনা-মোংলা রেলপথ এবং রামপাল মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন। গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেরের মাধ্যমে আজ বেলা ১১টায় উদ্বোধন করবেন। ভারত সরকারের প্রায় ৪০০ কোটি রুপি বাংলাদেশ সরকারকে দেওয়া লাইন অব ক্রেডিটে এই রেললাইন নির্মিত হয়েছে। ত্রিপুরার আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেল যোগাযোগ দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিপুল পরিবর্তন হবে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ রেললাইনের ৬.৭৮ কিমি বাংলাদেশের মধ্যে দ্বৈত গেজ লাইন এবং অবশিষ্ট লাইন ত্রিপুরার মধ্যে ডাবল লাইন।
খুলনা-মোংলা রেললাইনটি ভারত সরকারের প্রায় ৪০ কোটি ডলারের লাইন অব ক্রেডিটে দেওয়া আর্থিক সাহায্যে নির্মিত। খুলনা থেকে মোংলা ৬৫ কিমি ব্রডগেজ লাইন হয়েছে। এতে বাংলাদেশ থেকে পণ্য মোংলার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানি হতে পারবে। মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর।বিস্তারিত