স্কুলে শিক্ষকের হাতে মার খাওয়া পাকিস্তানের সিস্টার জেফই বিশ্বের সেরা শিক্ষকের তালিকায়

স্কুলে শিক্ষকের হাতে মার খাওয়া পাকিস্তানের সিস্টার জেফই বিশ্বের সেরা শিক্ষকের তালিকায়

বিশ্বের সেরা শিক্ষকদের একটি তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের শিক্ষক সিস্টার জেফ। এখন বিশ্বের সেরা শিক্ষকের মনোনয়নের তালিকায় সেরা দশে আছেন তিনি। ইউনেসকো-সমর্থিত ‘গ্লোবাল টিচার প্রাইজ’-এর আওতায় বিশ্বের সেরা শিক্ষকের পুরস্কারের মূল্য এক মিলিয়ন ডলার।

আরও পড়ুন

‘রাস্তার মাস্টার’ গ্লোবাল টিচার প্রাইজের ফাইনালিস্টে, কে এই নায়েক

‘গ্লোবাল টিচার প্রাইজ’-এর খবরে বলা হয়েছে, শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য গ্লোবাল টিচার প্রাইজ দেওয়া হয়ে থাকে। গ্লোবাল টিচার প্রাইজ ২০২৩-এর ১০ ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের সিস্টার জেফ। ১৩০টি দেশের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষাবিদেরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে সবাইকে পেছনে ফেলে ১০ ফাইনালিস্টের তালিকায় উঠে এসেছেন তিনি।

নিজ বাড়িতে পড়াচ্ছেন পাকিস্তানের সিস্টার জেফছবি: জেডডব্লিউইই ফাউন্ডেশনের সৌজন্যে

সিস্টার জেফের জন্ম পাকিস্তানের গুজরানওয়ালায়। পড়া কম পারায় ছোটবেলায় স্কুলে শিক্ষকের হাতে নিয়মিত মার খেতেন সিস্টার জেফ। লাঞ্ছনাও সইতে হয়েছে সহপাঠীদের সামনে। এসবের পরে মাত্র ১৩ বছর বয়সে বাড়িতেই শুরু করেন নিজে নিজে পড়াশোনা। সঙ্গে স্থানীয় শিশুদের টিউশন দিতেন। অল্প বয়সেই বিনা মূল্যে শিক্ষাদানের জন্য স্কুল খোলেন। শিক্ষার্থী জোগাড়ের জন্য এ বাড়ি–ও বাড়ি ঘুরতে হয়েছে তাঁকে। তিনি বলেন, যদিও তাঁর স্কুলে মৌলিক সুযোগ-সুবিধার অভাব ছিল, কিন্তু এখানে শিক্ষার্থীদের জন্য সম্মান, সমতা, ভালোবাসা ও আবেগ ছিল। এই আবেগই ভবিষ্যতে ইতিহাস তৈরি করেছে।বিস্তারিত

শিক্ষা শীর্ষ সংবাদ