বিএনপি এখন কী করবে সরকার পতনের এক দফা আন্দোলন

বিএনপি এখন কী করবে সরকার পতনের এক দফা আন্দোলন

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীর নামে দেওয়া হচ্ছে একের পর এক মামলা; গ্রেপ্তারে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতাদের কারাবন্দি করা হচ্ছে। নেতাদের বাসায় বাসায় চলছে পুলিশি হানা। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে ঝুলছে তালা।

পুলিশি পাহারায় থাকা কার্যালয় দুটিতে যাচ্ছে না নেতাকর্মী। সব মিলিয়ে সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি।
একই সঙ্গে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি কঠোর হাতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি। মহাসমাবেশ ও হরতালের পর টানা তিন দিন সারাদেশে অবরোধ কর্মসূচি দিয়ে সরকারকে ‘চাপে’ ফেলতে গিয়ে উল্টো এখন নিজেরা ‘বিপদে’ পড়েছে।

সরকারের এ কঠোর অবস্থানকে মোকাবিলা করতে এখন কী করবে বিএনপি? রাজপথে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীর ‘আক্রমণাত্মক’ অবস্থান থেকে চাপমুক্ত হয়ে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে? নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে কি বাধ্য করতে পারবে? নাকি আবারও ২০১৪ সালের মতো বিএনপিকে ছাড়াই সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটবে? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সামনে এখন আর কোনো পথ খোলা নেই। ‘ডু অর ডাই’ অবস্থানে রয়েছে তারা। চলমান চূড়ান্ত আন্দোলন অব্যাহত রাখবে। আরও কঠোর আন্দোলনের কর্মসূচির ছক কষছে দলটি। টানা তিন দিনের অবরোধ শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আবার নতুন কর্মসূচি নিয়ে আসছে বিএনপিসহ সমমনা বিরোধী ৩৭ দল। শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার থেকে দেশজুড়ে আবার টানা রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও দিতে পারে তারা।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ