রাঙামাটিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাঙামাটি শহরের ভেদভেদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পরিমিলা চাকমা ও গুরিমালা চাকমা। আহতরা হলেন রিপন চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও পরী চাকমা।
দুজনের মৃত্যুর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর। তিনি বলেন, ‘হাসপাতালে যাদের আনা হয় তাদের মধ্যে দুজন আগেই মারা গিয়েছিলেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ থাকায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। একজনকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানিয়েছেন, ভেদভেদী বাজারের মুখে সড়কের পাশে সংস্কারকাজ চলছিল। যাত্রী নিয়ে অটোরিকশা সেখানে দাঁড়িয়ে ছিল।
এ সময় চট্টগ্রাম থেকে আসা রাঙামাটি-চট্টগ্রাম যাত্রী পরিবহনকারী ‘খাজা গরীবে নেওয়াজ’ নামের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
ওসি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।