ঢাবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা

ঢাবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা

ঢাবি প্রতিবেদক

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ফটকে তালা লাগিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃত্বে এসব তালা লাগানো হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাবির কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, সায়েন্স লাইব্রেরি, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিউট, চারুকলা, সমাজ কল্যাণ ইনস্টিটিউটসহ বিভিন্ন একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে আবাসিক ভবনে তালা লাগানোর তথ্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তালাগুলো ভাঙা হয়েছে। স্বাভাবিক সময়ের মতো অনুষদগুলোতে ক্লাস-পরীক্ষা চলছে।

তালা লাগানোর পাশাপাশি অবরোধের সমর্থনে ব্যানারও লাগানো হয় এসব ফটকে। ব্যানারে দেখা যায় হয়,‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই কর্মসূচি পালন করে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান  বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল টিম তালাগুলো ভেঙে ফেলে। প্রতিদিনের মতো আজকেও স্বাভাবিক ক্লাস-কার্যক্রম চলছে।’

শিক্ষা শীর্ষ সংবাদ