অনলাইন ডেস্ক
গুগল ফটোসে পুরনো অনেক ছবি অনলাইনে জমা রাখা যায়। শুধু সংরক্ষণই এই অ্যাপের বা ক্লাউডের কাজ নয়। গুগল ফটোজে এডিটিং ফিচারও কিন্তু কম নেই। তারপরও সোশ্যাল মিডিয়া রেডি ভিডিও আপলোড করার সুবিধা এতদিন এই অ্যাপে ছিল না। তবে এখন থেকে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য একটি হাইলাইট তৈরি করতে পারবেন।
অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া ফিডের জন্য দ্রুত একটি হাইলাইট ভিডিও তৈরি করতে চান। কিন্তু ফোনে অসংখ্য ফটো এবং ভিডিও থাকে, যার মধ্যে থেকে সেরাটা বেছে নিতে অনেক সময় লাগতে পারে। এর ফলে অনেকেই একটি হাইলাইট ভিডিও তৈরি করতে চাইলেও, তা করা হয়ে ওঠে না।
গুগল ফটোসের নতুন এআই-চালিত ফিচারগুলো ব্যবহারকারীদের দ্রুত হাইলাইট ভিডিও তৈরি করতে সাহায্য করবে এবং এটির জন্য খুবই কম সময় লাগবে। এখন যেকোনো একটি ইভেন্ট বা একটি কার্যকলাপের দ্রুত সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি ভিডিও তৈরি করতে পারবেন। গুগল আপনার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে এমনসব ছবি আপনার গুগল ফটোস থেকে বের করে হাইলাইটস তৈরি করে দেবে। তবে আপাতত এই ফিচার এখনই ফোনে এই সুবিধা দেওয়া হবে না। ফিচারটি অবশ্য আস্তে আস্তে ফোনে আসবে