প্রধানমন্ত্রীর কাছে যে অনুরোধ করলেন মেজর হাফিজ

প্রধানমন্ত্রীর কাছে যে অনুরোধ করলেন মেজর হাফিজ

অনলাইন ডেস্ক

সংঘাতের অবসান ঘটাতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ (অব.)।

আজ বুধবার বনানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন বিএনপির এই নেতা।

 

মেজর হাফিজ বলেন, সংঘাতের অবসান ঘটাতে হবে। নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু হবে না। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, বঙ্গবন্ধুর পথে হেঁটে সুষ্ঠু নির্বাচন দিন। সংঘাত পরিহার করে সমঝোতার পথে হাঁটতে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তিনি।

 

বিএনপি ভোটে অংশ না নিলে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে যেভাবে নির্বাচন হয়েছে, একইভাবে জাতীয় নির্বাচনও হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

 

সমঝোতার ক্ষেত্রে জাতিসংঘের মধ্যস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করব, আপনারা মধ্যস্থতা করুন। জাতিসংঘ অনেক দেশে নির্বাচনে সহায়তা করে থাকে। জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে পারে। জাতিসংঘের তদারকে নির্বাচন চাই, তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।’

 

৬ বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ বলেন, ‘বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীন ব্যক্তি। তবে আমি কোনো নতুন দল করছি না।এমনকি বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক নেই।’

 

নিজের শারীরিক অসুস্থতার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না উল্লেখ করে তিনি বিএনপিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার জন্য পরামর্শ দেন।

 

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মনোযোগ না দিয়ে বিকল্প পন্থা বের করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

 

তিনি বলেন, শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। সেটা বিএনপি থেকেই অবসর নিতে চাই। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাব। হাফিজ মনে করেন, জিয়ার আদর্শ থেকে বিচ্যুতির কারণে বিএনপির বর্তমান এই পরিণতি।

জাতীয় শীর্ষ সংবাদ