২০১৮ নির্বাচনের গোপন তথ্য ফাঁস করলেন মেজর হাফিজ

২০১৮ নির্বাচনের গোপন তথ্য ফাঁস করলেন মেজর হাফিজ

অনলাইন ডেস্ক

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছিল বলে গোপন তথ্য ফাঁস করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে ৮০ আসন দেওয়ার ব্যাপারে সরকারের সমঝোতা হয়েছিল বলে শুনেছি। সেই ৮০ আসনের তালিকাতেও আমি ছিলাম না।’

 

আজ বুধবার বনানীর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির এই নেতা।

 

৬ বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ বলেন, ‘বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীন ব্যক্তি। তবে আমি কোনো নতুন দল করছি না।এমনকি বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক নেই।’

 

অভিমানী হাফিজ বলেন, ১১টি আজগুবি অভিযোগে বিএনপি তাকে শোকজ করেছিল। ৩১ বছর দলটির রাজনীতি করার পর তার বিরুদ্ধে আজগুবি অভিযোগ আনা হয়েছিল।

 

মেজর হাফিজ বলেন, ২৩ বছর ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান, আমার সঙ্গে যারা রাজনীতি করেছে, তারা এখন আমার চেয়ে ওপরের পদে।

 

নিজের শারীরিক অসুস্থতার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না উল্লেখ করে তিনি বিএনপিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার জন্য পরামর্শ দেন।

 

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মনোযোগ না দিয়ে বিকল্প পন্থা বের করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

 

তিনি বলেন, শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। সেটা বিএনপি থেকেই অবসর নিতে চাই। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাব। হাফিজ মনে করেন, জিয়ার আদর্শ থেকে বিচ্যুতির কারণে বিএনপির বর্তমান এই পরিণতি।

জাতীয় শীর্ষ সংবাদ