আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তুতির সবশেষ অগ্রগতি নিয়ে আজ ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবে কমিশন। দিনক্ষণ না জানালেও আগামী সপ্তাহের যেকোনো দিন হতে পারে তফসিল ঘোষণা। এমনই ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন। আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির। সেই অনুযায়ী নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। ইতিমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। নির্বাচনি উপকরণ কেনাকাটা শেষ করে এখন সেগুলো ধাপে ধাপে জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। এখন অপেক্ষা শুধু তফসিল ঘোষণার। এরপরই শুরু হবে ভোট আয়োজনের বাকি আনুষ্ঠানিকতা।
গতকাল ইসি সচিব জাহাঙ্গীর আলম নিজ দফতরে সাংবাদিকদের বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। ভোটের সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। নভেম্বরের প্রথমার্ধে (দ্বিতীয় সপ্তাহ) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তিনি বলেন, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবহিত করা হবে। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তবে এ নিয়ে এখনও কমিশনে সভা অনুষ্ঠিত হয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের যেকোনো দিন তফসিল হতে পারে। সে হিসেবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।বিস্তারিত