আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন দলটির সভাপতি শেখ হাসিনা আর সদস্যসচিব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের মতো এবারও আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতিতে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে গণভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান পদ পূরণ করা হয়নি। তিনি জানান, এবার দলের মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গত নির্বাচনে ৩০ হাজার টাকা ছিল। এবার তা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা চাইলে অনলাইনেও ফরম তোলা ও জমা দিতে পারবেন।

উল্লেখ্য, গত তিনটি নির্বাচনে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান পদে ছিলেন প্রয়াত এইচ টি ইমাম।

রাজনীতি শীর্ষ সংবাদ