আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাকে দিয়ে ভোটারের অংশগ্রহণ বাড়াতে পারব, তাকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হবে। বিএনপি নির্বাচনে অংশ নেবে। সেভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসার প্রবণতা পরিহার করতে হবে। নিজ যোগ্যতায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জিতে আসার জন্য তৈরি হতে হবে। গত রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। সদস্যসচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তবে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বিষয়টি দলীয় সভানেত্রীর ওপর ছেড়ে দিয়েছেন দলের নেতারা। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের মতো এবারও আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে ১৪টি। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সদস্য। এ ছাড়া সুশীলসমাজের প্রতিনিধিরা এতে যুক্ত হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্রিফিং ও উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে তথ্যগুলো বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। সূত্র জানান, সভায় আগামী জাতীয় নির্বাচন, বিএনপি-জামায়াতসহ সমমনাদের আন্দোলন চলাকালে সহিংসতা, বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা, দলের সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়।বিস্তারিত