নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও স্থানীয় চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনের ফটকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেওয়া বক্তব্য ‘শিষ্টাচারবহির্ভূত’।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে; তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা আমরা নেব। এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়।’
পিটার হাস সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মানিত ব্যক্তি—তিনি কূটনীতিক হোক, আর যে–ই হোক, তাঁর বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য হতে পারে না। দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’
বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সদস্য বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকাণ্ড নিয়ে কথা বলার চেষ্টা করেন। এ সময় দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, কূটনীতিকদের ব্যাপারে দলীয় নেতাদের কথা বলার দরকার নেই। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। কোনো প্রয়োজন হলে তারাই কূটনীতিকদের সঙ্গে কথা বলবে। সেখানে দেশের অবস্থান জানাবে।