দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। ১ নভেম্বর সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরুর পর থেকে ইসির ব্যস্ততা বেড়েছে। কমিশন বলেছে, নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী কার্যক্রম শেষ হবে। গত ৯ নভেম্বর সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এ সময় ভোটের সম্ভাব্য বেশ কয়েকটি তারিখ রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হয়েছে। ১৫ নভেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। তারা বলেছেন, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সভা হবে এই সপ্তাহেই। সভায় ভোটের তারিখ নির্ধারণ হবে। কোনো কারণে ১৫ নভেম্বর তফসিল না হলে ১৬ নভেম্বর হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। কমিশন ভোটের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে। ব্যালট বাক্সসহ অধিকাংশ নির্বাচনী মালামাল ইতোমধ্যে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা হবে বলে আশা করা যায়। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।বিস্তারিত