কিয়ামতের দিন যা যা ঘটবে

কিয়ামতের দিন যা যা ঘটবে

পবিত্র কোরআন ও হাদিসে কিয়ামতের ঘটনাগুলো বর্ণিত হয়েছে। আলেমরা কিয়ামতের ঘটনাবলির ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। নিম্নে তা তুলে ধরা হলো :
১. মানুষ কবরে পুনর্জীবন লাভ করে হাশরের মাঠে জমায়েত হবে। তখন তাদের অবয়ব হবে খুবই দীর্ঘ।

ফলে ভয়াবহ পরিস্থিতিতে পিপাসায় কাতর হয়ে পড়বে অনেকে। তাদের অন্তরজুড়ে ভয়ভীতি বিরাজ করবে। কারণ আল্লাহর হিসাব গ্রহণ ও প্রতিদান সম্পর্কে তারা সন্ত্রস্ত থাকবে।

২. মানুষ দীর্ঘ সময় পর্যন্ত হাশরের মাঠে অবস্থান করবে।

 

তখনকার এক দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান। এক পর্যায়ে আল্লাহ তাআলা প্রিয় নবী (সা.)-এর সামনে হাউজে কাউসার উন্মোচন করবেন। যে ব্যক্তি দুনিয়ায় রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেছে, বিদআতের কার্যক্রম থেকে দূরে ছিল এবং এই অবস্থায় মৃত্যু হয়েছে, সে হাউজের সামনে এসে পানি পান করতে পারবে। রাসুল (সা.)-এর হাউজ থেকে পান করার সৌভাগ্য তাকে নিরাপদ রাখবে।

এরপর অন্যান্য নবী-রাসুল ও তাঁদের উম্মত সেই হাউজ থেকে পান করতে পারবে।বিস্তারিত

Others জাতীয় শীর্ষ সংবাদ