অনলাইন ডেস্ক
এবার গোঁফ-দাড়ি ছেঁটে এবং মাথার চুল ফেলে দিয়ে ইসরায়েলের নাগরিকত্ব চাইলেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। বর্তমানে ঢাকার গুলশানের নিজ বাসভবনে অবস্থান করছেন তমিজী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাসভবন ঘিরে রাখার সময়ে রূপ পরিবর্তন করে ফেসবুক লাইভে এসে জন্মসূত্রে নিজেকে ইহুদি বলে দাবি করেন তিনি।
বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন সময় দেশ ও দেশের বাইরে থেকে ফেসবুক লাইভে অশালীন কথাবার্তা বলেছেন। এক পর্যায়ে লাইভে তার বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। এর মধ্যেই তিনি ১৩ নভেম্বর ঘোষণা দিয়ে দেশে ফেরেন। পরে তাকে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে র্যাব। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি।
ফেসবুক লাইভে আদম তমিজী বলেন, ‘দ্রুত বাংলাদেশ থেকে তাকে উদ্ধার করা হোক।’ এজন্য তিনি ইসরায়েল সরকারের সহযোগিতা চেয়েছেন। গত ১৬ নভেম্বর রাতে তার মুখে দাঁড়ি থাকলেও ১৭ নভেম্বর আরেক লাইভে দেখা যায় তিনি কেটে গোঁফ-দাড়ি কেটে ফেলেছেন।
তিনি বলেন, ‘আমি ইসরায়েলের কাছে অভিযোগ করতে চাই, বর্তমানে আমি বাংলাদেশে আটকে আছি। গত তিনদিন আমার বাসায় পানি, বিদ্যুৎ ও খাবার বন্ধ রাখা হয়েছে। আমাদের উদ্ধার করা হোক। পাশাপাশি ঘরে খাবার নেই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সে মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত আমাদের উদ্ধার করা দরকার। আমার মা অর্ধেক ইহুদি। আমি জন্মসূত্রে ইহুদি। আমি ইসরায়েলের নাগরিকত্ব চাই।’
বিভিন্ন সময় আলোচিত হেফাজত নেতা মামুনুল হকসহ বিভিন্ন ইস্যুতে বেশ সরব ছিলেন তমিজী হক। প্রতি বছর ওমরাও করেন বলে এতদিন দাবি করেছেন। মুখে রেখেছিলেন দাঁড়ি। হঠাৎ তিনি ভোল পাল্টে নিজেকে ইহুদি দাবি করছেন।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নিজের গ্রেপ্তার এড়াতে এসব কর্মকাণ্ড করছেন তমিজী হক। আন্তর্জাতিক বিভিন্ন মহলের নজরে আসতে চাইছেন এবং মানসিক বিকারগ্রস্ত বলে দাবিও করতে চাচ্ছেন।
এদিকে আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি এ মামলা করেছেন, যা ১৫ নভেম্বর এজাহারভুক্ত হয়েছে।