এমপি হওয়ার দৌড়ে দেড়শ আইনজীবী

এমপি হওয়ার দৌড়ে দেড়শ আইনজীবী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন চলছে মনোনয়নপত্র সংগ্রহ। মনোনয়নপ্রত্যাশীদের বড় একটি অংশ আইনজীবী। জানা গেছে, নবীন-প্রবীণ মিলে প্রায় দেড়শ আইনজীবী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে অর্ধশতাধিক আইনজীবী এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। কেউ কেউ দল থেকে সবুজ সংকেত পেয়েছেন, আবার কেউ সবুজ সংকেতের অপেক্ষায়।

অন্যদিকে পরিস্থিতির পরিবর্তন হওয়াসাপেক্ষে বিএনপি নির্বাচনে গেলে দলটি থেকেও অর্ধশতাধিক আইনজীবী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রাখছেন। তারাও দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের উপস্থিতির জানান দিয়ে যাচ্ছেন। বড় দুই দলের বাইরে অন্যান্য দল থেকে বহু সংখ্যক আইনজীবী নির্বাচনে অংশ নেবেন। এসব মনোনয়নপ্রত্যাশী আইনজীবী দলীয় কার্যক্রমে অংশ নেওয়াসহ এলাকায় প্রচার-প্রচারণার পাশাপাশি বিভিন্ন সভা, সমাবেশ, উঠান বৈঠকে অংশ নেওয়া ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায় করার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট একাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বিস্তারিত
জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ