ফেনী ও চট্টগ্রাম প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। শনিবার সকালে ফুলগাজীর মুন্সিরহাট-আমজাদহাট সড়কের শনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের হাড়ি পুষ্কুরনি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে (অটোরিকশার চালক) মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার আকবর হোসেনের ছেলে আনাস (৮ মাস)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে মুন্সিরহাট-আমজাদহাট সড়ক দিয়ে আমজাদহাট ইউনিয়ন বাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শনিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক ও চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আট মাসের শিশু আনাস ও অটোরিকশাচালক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘মুন্সিরহাট শনিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে আহতদের নেয়ার পথে দুইজন নিহত হয়। এ ঘটনায় পিকআপভ্যান চালক শাহীনকে (২৭) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে চট্টগ্রামের মীরসরাইয়ে লরির চাপায় তিনজন শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার সোফিয়া সড়ক এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো তিনজন হলেন, আলমগীর (৪৫), শফিকুল ইসলাম ( ৪২) ও মাসুদ মিয়া (৩৫)।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এ কে এম সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মীরসরাইয়ের সোফিয়া রোড এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। ওই সময় চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগতির লরি তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত বলে জানান।
দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও লরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।