হেভিওয়েটদের বাদে মনোনয়নে চমক এলাকাবিচ্ছিন্ন অসুস্থ বিতর্কিতরা নৌকা পাচ্ছেন না, কাল ৩০০ আসনে প্রার্থী ঘোষণা

হেভিওয়েটদের বাদে মনোনয়নে চমক এলাকাবিচ্ছিন্ন অসুস্থ বিতর্কিতরা নৌকা পাচ্ছেন না, কাল ৩০০ আসনে প্রার্থী ঘোষণা

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সামনে চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়ার হাতছানি। ৭ জানুয়ারির ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রেকর্ড গড়তে চান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সে কারণে সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চমক দিচ্ছেন তিনি। সেই সঙ্গে সব মনোনয়নপ্রত্যাশীকে কাল গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী। গতকাল আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলাকাবিচ্ছিন্ন, এমপি-মন্ত্রী থাকার পরও জনপ্রিয়তা ধরে রাখতে না পারা, শারীরিকভাবে অসুস্থ, বিতর্কিত কাউকে এবার নৌকা দিয়ে জনগণের কাছে পাঠাবেন না। ক্লিন ইমেজ, জনগণের কাছে জনপ্রিয় এবং এলাকায় পরিচিত নতুন প্রার্থী দিয়ে আবারও ক্ষমতায় আসতে চান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সে হিসেবে দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। এতে বাদ পড়ছেন অনেক হেভিওয়েট এমপি-মন্ত্রী-নেতা। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এমন তথ্য নিশ্চিত করেছেন। কারা বাদ পড়ছেন তা নিয়ে অবশ্য কেউ মুখ খোলেননি। কারণ হিসেবে দলটির নেতারা বলছেন, বাদ দেওয়ার পরও অনেক সময় তাকেই প্রার্থী করা হয়, আবার ঘোষিত প্রার্থীকে বাদ দেওয়ার নজির আওয়ামী লীগের আছে। সে কারণে এবার কঠোর গোপনীয়তা রাখা হচ্ছে। আগামীকাল আওয়ামী লীগ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী চূড়ান্ত করা হয়। গতকাল আরও চার বিভাগের প্রার্থী চূড়ান্ত করার কথা জানান দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে কাদের বলেন, আরও চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ