কথা কাজে সতর্ক মাঠ প্রশাসন

কথা কাজে সতর্ক মাঠ প্রশাসন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তারা কথা এবং কাজের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করছেন। উৎসবমুখর ভোটের পরিবেশ নিয়ে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য জেলা-উপজেলার কর্মকর্তারা সতকর্তার সঙ্গে কাজ করছেন। মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করা কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব। নির্বাচনের সার্বিক বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন-ইসি। নির্বাচনে পরিবেশ অনুকূলে রাখতে, অপ্রপচার বা বিশৃঙ্খলা রোধ করা, নির্বাচনি আচরণ বিধি মানা, সবার সহাবস্থানসহ সব বিষয় নিয়ে সর্তকতার সঙ্গে কাজ করছেন কর্মকর্তারা।

নির্বাচন উপলক্ষ্যে মাঠ প্রশাসনকে ইতোমধ্যেই তিনটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয়, বিভাগ, মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব স্তরে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়ে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করা সবার জাতীয় দায়িত্ব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তা প্রদান করার জন্য চিঠিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তফসিল হয়ে গেছে। এখন ইসির নির্দেশনা মেনে কাজ করবে কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ