রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

সপ্তম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউতে ঝটিকা মিছিল করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির নেতারা।

রোববার (২৬ নভেম্বর) সকালে বনানী কামাল আতার্তুক এভিনিউ সড়ক মোড় থেকে মিছিল শুরু করে বনানী মাঠের কাছে এসে শেষ হয়। মিছিল শেষ হলে নেতা-কর্মীরা ফুটপাতে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর চলে যায়।

এ মিছিলে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাননসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

ঝটিকা মিছিলে ‘অবৈধ তফসিল মানি না, মানব না’সহ নানা স্লোগান দেওয়া হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, এই অবরোধ হচ্ছে গণতন্ত্র ফেরানো অবরোধ, এই অবরোধ হচ্ছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার অবরোধ, এই অবরোধ জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার অবরোধ। আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। নেতা-কর্মীরা রাজপথে নেমেছে, জনগণ রাজপথে নেমেছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

রিজভী বলেন, যতই দিন যাচ্ছে সরকার শুধু গণবিচ্ছিন্নই হচ্ছে না, তারা চারিদিকে অন্ধকার দেখছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতোটাই দেউলিয়া হয়ে গেছে যে, এখন ভোটে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। কোথাও সঙ্গী না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট কিছু নেতা ভাগানোর চেষ্টা করছে। কিংস-ভুঁইফোড় পার্টি করছে কিন্তু কোনো কিছুতে তারা হালে পানি পাচ্ছে না। হালুয়া-রুটির ভাগ পেতে যে ক’জন দলছুটকে পেয়েছে, মাঠ পর্যায়ের তৃনমূল জনগণ তাদের প্রত্যাখান করেছে। দলছুটদের জনগণ প্রত্যাখান করেছে। এখন তারা মাঠে নামতে পারছে না। বিশ্বাসঘাতক এই মীরজাফরদের জনগণ রাজপথেই সমুচিত জবাব দেবে।

প্রতিবেশী ভারতের গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ভারত সরকার ও সেখানকার ক্ষমতাসীনদের বোঝা উচিৎ বাংলাদেশের জনগণ কেনো তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একটি কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে উলঙ্গভাবে, অন্ধভাবে সমর্থন দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশের জনগন যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে, অনেক রক্তের বিনিময় এ দেশ স্বাধীন করেছে। কারো গোলামী করার জন্য এ দেশের মানুষ যুদ্ধ করেনি, রক্ত দেয়নি।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও ‘একতরফা’ তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো রোববার ভোর ৬ থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে। এই অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। এটি তাদের সপ্তম ধাপের অবরোধ কর্মসূচি।

রাজনীতি শীর্ষ সংবাদ