ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

অব্যবহৃত বা নিষ্ক্রিয় যেকোনো গুগল অ্যাকাউন্ট মুছে দেবে গুগল। চলতি বছরের মে মাসে গুগল এ বিষয়ে নীতিমালা ঘোষণা করে। সেখানে বলা হয়, কমপক্ষে দুই বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্ট মুছে দেয়া বা ডিলিটের সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর এপি।

 

নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত হলেও তখন চূড়ান্ত সময়ক্ষণ ঘোষণা করেনি এ টেক জায়ান্ট।

মূলত নিরাপত্তার ঝুঁকি এড়াতে গত মে মাসে গুগল এই সিদ্ধান্তর কথা জানায়। প্রতিষ্ঠানটি বলেছিল, অনুসন্ধানে দেখা গেছে যে পুরোনো ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোতে এমন পাসওয়ার্ড ব্যবহার করা হয় যা অন্য কোনো অ্যাকাউন্টেও ব্যবহার করা হয়েছে। যার ফলে ফিশিং, স্প্যাম ও হ্যাকিংয়ের ক্ষেত্রে বাড়তি ঝুঁকিতে পড়তে পারে ওইসব অ্যাকাউন্ট।

গুগলের নতুন নীতিতে বলা হয়েছে, আপনি আমাদের সেবা আর ব্যবহার না করলেও আমরা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ও অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ ঠেকাতে চাই।

আরো জানিয়েছিল, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ধরে রাখতে চাইলে প্রতি দুই বছরে অন্তত একবার সেই অ্যাকাউন্ট বা এর সঙ্গে যুক্ত যেকোনো পরিষেবায় লগ ইন করতে হবে। একটি ইমেইল পড়া, ভিডিও দেখা কিংবা অন্তত একবার সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে।

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ