দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব আসনে মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন! তাদের তোড়জোড় শুরু হয়েছে। অনেকে নির্বাচনী ফরম তুলেছেন। স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াতে গেলে এক শতাংশের ভোটারের সম্মতিপত্র লাগে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, তাই যারা মনোনয়ন পাননি তাদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ প্রক্রিয়া শুরু করেছেন। অনেকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আনতে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিদ্রোহী তকমা দেওয়া হবে না। এবার নরম সুর আওয়ামী লীগে। তাই নৌকাবঞ্চিত অনেকে লড়বেন নৌকার বিপক্ষে। এবার ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৩৩৬২ জন। গড়ে প্রতি আসনে ১১ জন। রোববার বিকালে দুই আসন বাকি রেখে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এদিকে আগামী নির্বাচনে দল মনোনীত একক প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তর শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা থাকতে পারে কারো কারো। তাই দলীয় নেতারা চাইলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতেই পারেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দলের প্রয়োজনেই কৌশলগত সিদ্ধান্ত।’বিস্তারিত