আজকের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে বিএনপি নতুন কর্মসূচি না-ও আসতে পারে

আজকের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে বিএনপি নতুন কর্মসূচি না-ও আসতে পারে

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার শক্তভাবে হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা মিত্ররা। শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এদিন কতটা জোরালোভাবে মাঠে থেকে কর্মসূচি পালন করতে পারেন বা সরকারের আচরণ কেমন হয় অথবা পুনঃতপশিল হয় কি না—এসব কিছু দেখে আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে চায় আন্দোলনে থাকা দলগুলো। ফলে আজ নতুন কর্মসূচির ঘোষণা না-ও আসতে পারে।

এর আগে বিএনপির প্রাথমিক সিদ্ধান্ত ছিল, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো না হলে একঘেয়ে হয়ে যাওয়া হরতাল-অবরোধে সাময়িক বিরতি দিয়ে বিকল্প কর্মসূচিতে যাওয়া। কর্মসূচিতে বৈচিত্র্য আনতে এবং হরতাল-অবরোধের কর্মসূচি ঘিরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যাতে স্বাভাবিক পরিবেশে রাজনীতি করতে পারেন, সেজন্য বিকল্প কর্মসূচির এ ভাবনা। লক্ষ্য নেতাকর্মীদের আতঙ্কিত অবস্থা থেকে বের করে আনা এবং আগামীর আন্দোলনের জন্য নতুন করে শক্তি সঞ্চয় করা। আর মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হলে সে সময় পর্যন্ত হরতাল-অবরোধের কর্মসূচি অব্যাহত রাখা।

বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক একাধিক নেতা বলেন, তারা বৃহস্পতিবারের হরতালের সার্বিক পরিস্থিতি দেখে পরবর্তী কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি বুঝে চলমান হরতাল-অবরোধে সাময়িক বিরতি দিয়ে বিকল্প কর্মসূচি দেওয়া হতে পারে, আবার হরতাল-অবরোধের সঙ্গে নতুন করে অন্য কর্মসূচিও আসতে পারে।

বিএনপি নেতারা বলছেন, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে, তারা বিএনপিকে বাইরে রেখে ফের একতরফা নির্বাচনের পথে হাঁটছে। সে কারণে অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সংলাপের প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করেছে। বিএনপির নির্বাচন করার মতো যোগ্য নেতাদের একের পর এক সাজা দেওয়া হচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের মুক্তিরও কোনো লক্ষণ নেই। গ্রেপ্তার এড়াতে অন্য নেতারা আত্মগোপনে। অর্থাৎ কৌশলে বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে বিএনপিও একতরফা তপশিল প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। তবে সরকার শেষ পর্যন্ত একতরফা নির্বাচনের পথে হাঁটলে তা বয়কট করে বিএনপিকে ভোট ঠেকানোর আন্দোলনে নামতে হতে পারে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ