কমপক্ষে গত বছর থেকে ঢাকাই চলচ্চিত্রের সুদিন ফিরেছে এমনটাই শোনা যাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ও দর্শকদের কাছ থেকে। তথ্যটি একেবারেই অমূলক নয়। বিশেষ করে গত বছরের ঈদ আর এ বছরের ঈদে মুক্তি পাওয়া বেশকটি ছবি দেশে তো বটেই, বিদেশের মাটিতেও সাড়া জাগিয়েছে। সর্বশেষ গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’ ছবি তিনটি ব্যবসাসফল হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নির্মাতা ও প্রদর্শকদের মুখে হাসি নেই। অনুসন্ধান করে জানা গেছে এর কারণ দুটি। প্রথমত. শুধু ঈদেই মানসম্মত দর্শক পছন্দের ছবি মুক্তি পায়। ফলে বছরের বাকি সময় ভালো গল্প ও নির্মাণের ছবির অভাবে সিনেমা হল মালিকদের লোকসান গুনতে হয়। দ্বিতীয়ত. চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক উভয়েই বলছে ছবি যতই ভালো চলুক না কেন লাভের মুখ দেখাই যায় না। আর এর জন্য এ দুই পক্ষ একে অপরকে দায়ী করছে। পরস্পরের অভিযোগ কী? সে কথাই বলছেন কয়েকজন প্রদর্শক ও প্রযোজক। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত বলেন, চলচ্চিত্র ভালো ব্যবসা করা সত্ত্বেও লাভের টাকা প্রযোজকের পকেটে আসে না। কারণ, সিনেমা হল মালিকদের টিকিটের দাম ও টিকিট নিয়ে নানা অসামঞ্জস্য প্রযোজকদের ক্ষতির কারণ। যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। যদি ই-টিকিটিং ও সার্ভার ব্যবস্থা থাকত তাহলেই প্রযোজকরা লাভবান হতো। সিনেপ্লেক্সের টিকিটের প্রবেশ মূল্যের অর্ধেক পায় প্রযোজক। বিস্তারিত